ইউএস ওপেনের নতুন রাজা মেদভেদেভ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শিরোপা হাতে দানিল মেদভেদেভ

শিরোপা হাতে দানিল মেদভেদেভ

আগে দুইবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলেছিলেন দানিল মেদভেদেভ। কিন্তু ভাগ্যের শিকে ছিঁড়েনি। এবার তৃতীয় মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলেই শিরোপার স্বাদ পেলেন রাশিয়ান এ তারকা। 

 

বিজ্ঞাপন

নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে রোববারের ফাইনালে নোভাক জোকোভিচকে সরাসরি সেটে ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে হারিয়ে ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন মেদভেদেভ। 

গত অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সার্বিয়ান তারকা জোকোভিচের কাছে হেরে গিয়েছিলেন মেদভেদেভ। রুশ তারকা এবার নিলেন তারই মধুর প্রতিশোধ। 

বিজ্ঞাপন

তার আগে ২০১৯ সালের ইউএস ওপেনে রাফায়েল নাদালের কাছে ধরাশায়ী হন মেদভেদেভ। 

চলতি বছরের প্রথম তিনটি গ্র্যান্ড স্ল্যাম ট্রফিই জিতেছিলেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের পর এবার ইউএস ওপেন জিতলেই ইতিহাস গড়ে ফেলতেন জোকোভিচ। ছুঁয়ে ফেলতেন ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড।

এর আগে জোকোভিচ ২০১১ ও ২০১৫ সালে দুবার সুবর্ণ সুযোগটা মিস করেন। 

১৯৬৯ সালে সবশেষ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার রড লেভার।