মাহমুদউল্লাহ’র ফিফটি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

শুরু থেকেই দাপুটে বোলিং করে অতিথি বোলাররা। তাই তো ব্যাটিংয়ে নেমেই হোঁচট খেয়ে বসে বাংলাদেশ। দলীয় ৩ রানের মাথায় হারিয়ে বসে তিন উইকেট। জশ হ্যাজলউডের বলে উইকেটের পিছনে ম্যাথু ওয়েডের গ্লাভবন্দি হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম (১)। অন্য উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য সরকার ফেরেন অ্যাডামা জাম্পার এলবিডব্লিউ’র ফাঁদে পা দিয়ে।

মন্থর উইকেটে এমন বিপদের সময়ে দলের ব্যাটিং লাইন-আপের হাল ধরেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। তৃতীয় উইকেটে বড় স্কোরের সাহস যোগান দুজনে। কিন্তু ৪৪ রানেই ভেঙে যায় তাদের জুটি। বিশ^সেরা অলরাউন্ডার সাকিব ফেরেন মাত্র ২৬ রান করে। দুরন্ত ব্যাটিংয়ের আভাস দিয়ে ব্যক্তিগত ১৯ রান নিয়ে দুর্ভাগ্যজনকভাবে রানআউটের শিকার হন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। অস্ট্রেলিয়ানদের ক্ষুরধার বোলিংয়ে ব্যাটিং বিপর্যয় সামাল দিতে না পেরে ৯৭ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে দিশেহারা স্বাগতিকরা।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৯.৪ ওভার শেষে টাইগাররা ৭ উইকেট হারিয়ে ১২৭ রানের পুঁজি গড়েছে। উইকেটে ব্যাট হাতে লড়াই করে রিয়াদ হাঁকিয়েছেন ফিফটি (৫৩)। 

অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট শিকার করেছেন জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা।

বিজ্ঞাপন