টি-টোয়েন্টি বিশ্বকাপ-অ্যাশেজেও খেলবেন না আর্চার
কনুই অস্ত্রোপচারের ধকল কাটিয়ে প্রায় ফিট হয়ে উঠেছিলেন জোফরা আর্চার। যে কারণে সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেছিলেন। কিন্তু পুরনো চোটটা ফের জ্বালাতন শুরু করায় ফের মাঠের বাইরে চলে গেলেন এ ইংলিশ পেসার।
চলতি বছরের বাকিটা সময় দর্শক হয়েই কাটাতে হবে আর্চারকে।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে তো পাওয়াই যাবে না আর্চারকে। সঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বছরের শেষ দিকে হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজেও থাকছেন না আর্চার।
কনুইতে অস্বস্তি অনুভব করার পর গত সপ্তাহে করানো হয় স্ক্যান। তাতেই স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। ২০২০ সালের শুরু থেকেই চোটটা জ্বালিয়ে মারছে আর্চারকে।