দেড় যুগ পর পাকিস্তান যাবে নিউজিল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তান-নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ

পাকিস্তান-নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজ

২০০৩ সালে সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। অবশেষে দেড় যুগ মানে ১৮ বছর পর দক্ষিণ এশিয়ার দেশটিতে যাবে কিউইরা। 

পাকিস্তানের মাটিতে তিন ওয়ানডের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সীমিত ওভারের দুই সিরিজের সূচি জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিজ্ঞাপন

আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে ব্ল্যাক ক্যাপস শিবির। ১০ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে পরদিনই পাকিস্তানের উদ্দেশে উড়াল দিবে নিউজিল্যান্ড।

পাকিস্তানে তিন দিন কোয়ারেন্টিনে থেকে নিউজিল্যান্ড অনুশীলন করবে দুই দিন। 

বিজ্ঞাপন

ওয়ানডে ম্যাচ তিনটি হবে ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

২৫ সেপ্টেম্বর মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি চার ম্যাচ হবে ২৬ ও ২৯ সেপ্টেম্বর এবং ১ ও ৩ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু লাহোর।