আইপিএলের ছাড়পত্র পাবেন সাকিব-মুস্তাফিজ
আইপিএলের বাকি অংশে খেলতে পারবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি অংশ হবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে। একই সময়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ইংল্যান্ডের। কিন্তু সফরটি পিছিয়ে গেছে ২০২৩ সালের মার্চে।
আন্তর্জাতিক সূচির ব্যস্ততা না থাকায় ওই সময়ে আইপিএলের বাকি অংশে ইচ্ছে করলে খেলতে পারবেন সাকিব ও মুস্তাফিজ। চাইলেই তাদের ছাড়পত্র দিবে বিসিবি।
আইপিএলের বাকি অংশে সাকিব ও মুস্তাফিজের খেলাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা আইপিএলের ভেন্যু আমিরাতেই অক্টোবরে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর।
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেন, ‘তারা যদি আবেদন করে আর যদি আমাদের কোনো আন্তর্জাতিক ব্যস্ততা না থাকে। তাহলে তারা আইপিএলের বাকি অংশে গেলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই ব্যাপারে এখনো তাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। পাওয়ার পর সিদ্ধান্ত নেব।’
করোনার কারণে স্থগিত হওয়ার আগে ভারতের ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলেন সাকিব। আর রাজস্থান রয়্যালসের প্রতিনিধিত্ব করেন মুস্তাফিজ।