অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাসুম আহমেদ

নাসুম আহমেদ

প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। ১০৮ রান তুলতেই গুটিয়ে গেছে সফরকারীরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে এই প্রথম জিতল টাইগাররা।

মন্থর উইকেটে বল হাতে আলো ছড়ালেন নাসুম আহমেদ। দেখালেন তার স্পিন জাদু। টি-টোয়েন্টিতে ক্যারিয়ার বোলিং করে অতিথি অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপে ধস নামিয়ে দেন।

বিজ্ঞাপন

অ্যালেক্স কেরিকে শূন্য রানে ফিরিয়ে দেন মেহেদী হাসান। ৯ রানে জশ ফিলিপ্পেকে সাজঘরে ফেরান নাসুম আহমেদ। ময়েস হেনরিকসকে ১ রানে আউট করেন সাকিব আল হাসান।

শেষে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপের হাল ধরেন মিচেল মার্শ। তবে স্বপ্ন দেখিয়ে তিনিও ফিফটি ছুঁতে পারেননি। ৪৫ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় ৪৫ রানের দাপুটে এক ইনিংস খেলে ড্রেসিংরুমের পথ ধরেন তিনি। সঙ্গে ১৩ রান যোগ করেন ক্যাপ্টেন ম্যাথু ওয়েড। বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ ১৯ খরচ করে একাই শিকার করেন ৪ উইকেট।

বিজ্ঞাপন

তার আগে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে ১৩২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে ক্যাপ্টেন মাহমুদউল্লাহ’র দল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি টাইগারদের। দলীয় ১৫ রানে প্রথম উইকেট আর ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিরে যান সৌম্য সরকার (২) ও মোহাম্মদ নাঈম (৩০)। 

পরে ফিরে যান মাহমুদউল্লাহ রিয়াদ (২০)। ৩৬ রান এনে দেন সাকিব আল হাসান। আফিফ হোসেন যোগ করেন ২৩ রান।

মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা।

একাদশে ফিরেন পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার নাসুম আহমেদ। তবে বাদ পড়েন তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন। জায়গা করে নেন আরেক স্পিনার মেহেদী হাসান।

জশ হেইজেলউড ও মিচেল স্টার্কের সঙ্গে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে ছিলেন অ্যান্ড্রু টাই। স্পিনে অ্যাডাম জ্যাম্পার সঙ্গী ছিলেন অ্যাশটন অ্যাগার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ১৩১/৭, ২০ ওভার (নাঈম ৩০, সাকিব ৩৬, মাহমুদউল্লাহ ২০, আফিফ ২৩; স্টার্ক ২/৩৩, হেইজেলউড ৩/২৪)।

অস্ট্রেলিয়া: ১০৮, ২০ ওভার (মার্শ ৪৫, ওয়েড ১৩, স্টার্ক ১৪; নাসুম ৪/১৯, মুস্তাফিজ ২/১৬, শরিফুল ২/১৯)

ফল: বাংলাদেশ ২৩ জয়ী।

ম্যাচসেরা: নাসুম আহমেদ।

সিরিজ: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।