টেনিস এককের স্বর্ণ জভেরেভের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আলেক্সান্ডার জভেরেভ

আলেক্সান্ডার জভেরেভ

টোকিও অলিম্পিকে টেনিসের পুরুষ এককের স্বর্ণ জিতেছেন আলেক্সান্ডার জভেরেভ। এখনো পর্যন্ত গ্র্যান্ড স্ল্যামের দেখা না পাওয়া এ জার্মান তারকার ক্যারিয়ারে এটাই সবচেয়ে বড় সাফল্য। 

প্রথম জার্মান পুরুষ হিসেবে অলিম্পিক টেনিসের এককে স্বর্ণপদক ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়েছেন র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর খেলোয়াড় জভেরেভ।

বিজ্ঞাপন

ফাইনালের লড়াইয়ে জভেরেভ মাত্র ৭৯ মিনিটেই সরাসরি সেটে উড়িয়ে দেন রাশিয়ান প্রতিপক্ষ কারেন খাচানোভকে।

আরিয়াক টেনিস সেন্টার কোর্টে ২৪ বছরের জভেরেভ জেতেন ৬-৩ ও ৬-১ গেমে।

বিজ্ঞাপন

দ্বিতীয় জার্মান হিসেবে অলিম্পিক টেনিসের এককে স্বর্ণপদক পেলেন জভেরেভ। ১৯৮৮ অলিম্পিকে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন জার্মান কিংবদন্তি স্টেফি গ্রাফ।

অন্য দিকে মেয়েদের এককে স্বর্ণপদক জিতেছেন বেলিন্দা বেনচিচ। সুইজারল্যান্ডের ২৪ বছর বয়সী এ খেলোয়াড়ের অলিম্পিকে এটাই প্রথম পদক।