জমকালো অনুষ্ঠানে পর্দা উঠল টোকিও অলিম্পিকের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টোকিও অলিম্পিক

টোকিও অলিম্পিক

সকল শঙ্কা কাটিয়ে নানা বিতর্ক মাথায় নিয়ে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল টোকিও অলিম্পিকের। গত বছরই হওয়ার কথা ছিল অলিম্পিকের আসর। কিন্তু করোনাভাইরাসের হানায় এক বছর পিছিয়ে যায় বিশ্ব ক্রীড়াঙ্গনের এ বৃহত্তম আসর। 

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় টোকিওতে অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ছিল জাপোনের সাধারণ জনগণ। মার্চ পাস্টে সবার আগে ছিল অলিম্পিকের প্রবর্তক গ্রিস। তারপরই ছিল অলিম্পিকের শরণার্থী দল। সবশেষে আসে স্টেডিয়ামে প্রবেশ করে স্বাগতিক জাপানের অ্যাথলেটরা। সব মিলিয়ে ২০৭টি জাতি অংশ নিচ্ছে এবারের টোকিও অলিম্পিকে।

বিজ্ঞাপন

করোনার কারণে উদ্বোধনী অনুষ্ঠানে গ্যালারিতে ছিল না সাধারণ দর্শক। ২০৭টি দেশের অ্যাথলেট, কোচ, কর্মকর্তাদের সঙ্গে ছিলেন জাপানের সম্রাট নারুহিতো এবং এক হাজার ভিআইপি।

টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করন সাঁতারু আরিফুল ইসলাম
 

উদ্বোধনী অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন দেশের শিল্প-সংস্কৃতি। বৈশ্বিক সম্প্রীতি ও ঐক্যের বার্তা শিল্পীরা গেয়েছেন জন লেননের বিখ্যাত ‘ইমাজিন’ গানটি।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন শান্তিতে নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস। তখন তার হাতে ছিল অলিম্পিক লরেল।