অলিম্পিকের সফটবলে জয়ে শুরু জাপানের

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাপানের সফটবল দল

জাপানের সফটবল দল

আগামী শুক্রবার, ২৩ জুলাই পর্দা উঠতে যাচ্ছে টোকিও অলিম্পিকের। তার আগে গেমসের খেলা শুরু হয়েছে আজ বুধবার, ২১ জুলাই। জাপানের স্থানীয় সময় সকাল ৯টায় খেলা শুরু হয়েছে ফুকুশিমায়।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দর্শক-শূন্য স্টেডিয়ামে সফটবলের গ্রুপ পর্বের খেলা শুরু হয়েছে আজ। সফটবল হচ্ছে মেয়েদের জন্য বেসবলের সহজ সংস্করণ।

বিজ্ঞাপন

আজকের খেলায় জাপানের সফটবল দল অস্ট্রেলিয়াকে ৮-১ পয়েন্টে হারিয়ে ঘরের মাটিতে অলিম্পিক মিশন শুরু করেছে।

সফটবলের পাশাপাশি অলিম্পিক ফুটবল খেলাও শুরু হচ্ছে আজ। মহিলা ফুটবলের ছয়টি খেলা হবে জাপানের টোকিও, মিয়াগি ও সাপ্পোরোতে।

বিজ্ঞাপন