অলিম্পিকে খেলবেন না কারবার
টোকিও অলিম্পিক থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আঞ্জেলিক কারবার। ব্যস্ত সূচিতে বিশ্রাম নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জার্মান এ তারকা।
এবারের ঘাসের কোর্টের মৌসুমে ২০১৬ রিও অলিম্পিকে মেয়েদের এককে রুপা জয়ী ৩৩ বছরের কারবারের বেশ ব্যস্ত সময় কেটেছে। গত এক মাসে তিনটি আসরে খেলেছেন তিনি।
তার আগে টোকিও অলিম্পিক থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন রাফায়েল নাদাল, রজার ফেদেরার, ডোমিনিক থিয়েম, সেরেনা উইলিয়ামস, সিমোনা হালেপ ও বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।
করোনাভাইরাস মহামারিতে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকের পর্দা উঠবে ২৩ জুলাই। চলবে ৮ আগস্ট পর্যন্ত।