চলে গেলেন হকি কোচ নাভিদ আলম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাভিদ আলম

নাভিদ আলম

না ফেরার দেশে চলে গেছেন পা‌কিস্তান জাতীয় হ‌কি দ‌লের সা‌বেক সদস‌্য ও বাংলা‌দেশ জাতীয় হ‌কি দ‌লের কোচ না‌ভিদ আলম।

ব্লাড ক‌্যান্সা‌রে আক্রান্ত হ‌য়ে আজ ১৩ জুলাই, মঙ্গলবার সকালে মৃত‌্যু বরণ ক‌রেন এই অ‌লি‌ম্পিয়ান।

বিজ্ঞাপন

দুই দশকের বেশি সময় বাংলাদেশের হকির সঙ্গে জড়িত ছিলেন সদা হাস্যোজ্জ্বল নাভিদ। নব্বইয়ের দশকে উষা ক্রীড়া চক্রের হয়ে খেলতেন। পরে ২০১৩ সালে কোচ হিসেবে কাঁধে তুলে নেন বাংলাদেশ হকি দলের দায়িত্ব।

পাকিস্তান জাতীয় দলে খেলেছেন হকি লিজেন্ড নাভিদ। দেশের জার্সি গায়ে জড়িয়ে খেলেন বিশ্বকাপ হকি ও অলিম্পিকে। পাকিস্তানের হয়ে জেতেন অলিম্পিক পদকও।

বিজ্ঞাপন

তাই নিজেকে অলিম্পিয়ান নাভিদ আলম হিসেবে পরিচয় দিতেন তিনি। খেলোয়াড়ি জীবনকে না বলে দিয়ে কোচিংয়ে যুক্ত হন। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানেরও কোচ ছিলেন নাভিদ।