'দর্শক ছাড়াই' হবে টোকিও অলিম্পিক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টোকিও অলিম্পিক

টোকিও অলিম্পিক

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় টোকিওতে দর্শক ছাড়াই অলিম্পিক গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

যদিও ২৭ লাখ দর্শকের কাছে ইতোমধ্যে টিকিট বিক্রি করেছে আয়োজকরা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত পাল্টে গেছে। দর্শক ছাড়াই অলিম্পিক আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

করোনার কারণে টোকিওতে চতুর্থ দফা জরুরি অবস্থা ঘোষণার কয়েক ঘণ্টা পর দর্শক ছাড়া অলিম্পিক আয়োজনের খবর দিয়েছেন আন্তজার্তিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রধান থমাস বেক।

বিদেশী দর্শক প্রবেশের নিষেধাজ্ঞা আগে থেকেই ছিল। কিন্তু গত মাসে প্রতিটি ভেন্যুতে সর্বোচ্চ ১০ হাজার স্থানীয় দর্শক প্রবেশের অনুমতি পেয়েছিল। 

বিজ্ঞাপন

তবে টোকিও'র বাইরের ভেন্যুতে সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

টোকিও অলিম্পিক হওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বের বৃহত্তম এ ক্রীড়াযজ্ঞ পিছিয়ে যায় এক বছর। আসর শুরু হওয়ার কথা আগামী ২৩ জুলাই।