টোকিও অলিম্পিকে থাকছেন ফেদেরার-জোকোভিচ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ

রজার ফেদেরার ও নোভাক জোকোভিচ

টোকিও অলিম্পিকে অংশ নিচ্ছেন না টেনিসের কয়েকজন বড় তারকা। তবে বিশ্ব ক্রীড়াঙ্গনের এ মহাযজ্ঞে ঠিকই অংশ নিচ্ছেন বিশ্বের নাম্বার ওয়ান নোভাক জোকোভিচ ও ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী রজার ফেদেরার। অলিম্পিকের পুরুষ এককে টানা তৃতীয় স্বর্ণপদক জয়ের দৌড়ে আছেন ব্রিটিশ মেগাস্টার অ্যান্ডি মারেও।

টোকিও অলিম্পিকে খেলবেন না রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস। খবরটি আগেই জানিয়েছেন এ দুই টেনিস কিংবদন্তি। 

বিজ্ঞাপন

পেশির চোট নিয়ে বিশ্ব ক্রীড়াঙ্গনের এ মহাযজ্ঞে থাকছেন না সিমোনা হ্যালেপও। দিন কয়েক আগে উইম্বলডন থেকে নিজেকে প্রত্যাহার করে নেন রোমানিয়ান এ টেনিস মেগাস্টার। ইনজুরির কারণে তিনিও সরে দাঁড়িয়েছেন টোকিও অলিম্পিক থেকে। ইতালিয়ান ওপেন খেলতে গিয়ে বাঁ পায়ের পেশিতে চোট পান ২৯ বছরের হ্যালেপ। যে কারণে ফরাসি ওপেনেও খেলেননি তিনি।

মেয়েদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা অ্যাশলি বার্টি ও জাপানের নাওমি ওসাকাও এবারের অলিম্পিকে অংশ নিবেন। ২০১৬ সালের রিও ডি জেনেইরো অলিম্পিকে মেয়েদের এককে সোনা জয়ী পুয়ের্তো রিকোর মনিকা পুইগ টোকিও অলিম্পিকে দর্শক হয়ে থাকবেন চোট নিয়ে।

বিজ্ঞাপন