সেরেনার বিদায়, দ্বিতীয় রাউন্ডে ফেদেরার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কান্না করছেন সেরেনা উইলিয়ামস

কান্না করছেন সেরেনা উইলিয়ামস

সেরেনা উইলিয়ামস উইম্বলডনে নাম লিখেছিলেন শিরোপা জেতার লক্ষ্য নিয়ে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা বিদায় নিলেন ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ড থেকেই। 

প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে যাওয়ার পরই খেলার সময় কোর্টেই পা পিছলে পড়ে যান সেরেনা। গোড়ালির চোট নিয়ে এরপর আর খেলেননি। চোখের জল ফেলে কোর্ট ছাড়েন সাতবারের এ উইম্বলডন চ্যাম্পিয়ন। বেলারুশের আলিয়াকসান্দ্রা সাসনোভিচের কাছে ম্যাচ ছেড়ে দেন ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী। 

বিজ্ঞাপন

একই দিন পা পিছলে পড়ে যান আদ্রিয়ান মানারিনোও। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কিংবদন্তি রজার ফেদেরার। যেখানে সবচেয়ে বেশি উইম্বলডন জয়ীর বিপক্ষে দারুণ লড়লেন তিনি। শেষ অব্দি ৪-৬, ৭-৬ (৭-৩), ৬-৩, ২-৬ অবস্থায় ম্যাচ ছেড়ে দেন মানারিনো। কিন্তু হাঁটু ইনজুরি নিয়ে খেলতে পারেননি এই ফরাসি খেলোয়াড়। ওয়াকওভার পেয়ে ফেদেরার টিকিট কাটেন দ্বিতীয় রাউন্ডের।