৪০০ মিটার হার্ডলসে ম্যাকলাফলিনের বিশ্বরেকর্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সিডনি ম্যাকলাফলিন

সিডনি ম্যাকলাফলিন

মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন সিডনি ম্যাকলাফলিন। অলিম্পিক ট্রায়াল দিতে নেমে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এই রেকর্ড করেন যুক্তরাষ্ট্রের এ দৌড়বিদ।

রোববার ২১ বছর বয়সী ম্যাকলাফলিন দৌড় শেষ করেন ৫১.৯০ সেকেন্ড সময় নিয়ে। এই টাইমিং গড়েই তিনি ভেঙে দেন অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন স্বদেশি দালিলাহ মুহামাদের রেকর্ড।

বিজ্ঞাপন

২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫২.১৬ সেকেন্ড সময় নিয়ে আগের রেকর্ডটি করেছিলেন দালিলাহ।

ট্রায়ালে ৫২.৪২ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন ৩১ বছর বয়সী দালিলাহ।

বিজ্ঞাপন