যমজ পুত্রের বাবা হলেন বোল্ট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পরিবারের সঙ্গে উসাইন বোল্ট

পরিবারের সঙ্গে উসাইন বোল্ট

কন্যা অলিম্পিয়া লাইটনিং আগে থেকে আলো করে রেখেছে উসাইন বোল্টের ঘর। এবার তার ঘরের আলোটা আর বেড়ে গেল। তার কন্যা পেল খেলার সাথী। এবার যমজ পুত্র সন্তানের বাবা হয়েছেন জ্যামাইকান এ ট্র্যাক এন্ড ফিল্ড গ্রেট।

পার্টনার কাসি বেনেটকে পাশে রেখে পারিবারিক একটি ছবি দিয়ে রোববার বাবা দিবসে ইনস্টাগ্রামে ভক্ত সমর্থকদের সুখবরটি দিয়েছেন বোল্ট।

বিজ্ঞাপন

দুই ছেলের নাম ইতোমধ্যে ঠিক করে ফেলেছেন বোল্ট। তাদের নাম- থান্ডার ও সেন্ট লিও।