ড্র করেও বিশ্বকাপে গ্র্যান্ড মাস্টার জিয়া

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান

গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান

বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখে ছিলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। দরকার ছিল একটি জয়। লক্ষ্যটা নিয়েই শেষ খেলায় মোকাবেলা করেন শ্রীলঙ্কান ক্যান্ডিডেট মাস্টার লিয়ানানজে দিলশানকে। কিন্তু কাঙ্ক্ষিত জয় ধরা দেয়নি তার হাতে। করেন ড্র।

এই সুযোগে দাবার রাশিয়া বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নেন গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। ৯ রাউন্ডে ৮ পয়েন্ট নিয়ে জিয়া হন এশিয়ান জোনাল চ্যাম্পিয়ন। এতেই তার বিশ্বকাপ নিশ্চিত হয়ে যায়। রাজীব রানার-আপ হন সাড়ে ৭ পয়েন্ট নিয়ে।

বিজ্ঞাপন

রাজীবের ড্র’য়ের জন্য অপেক্ষায় থাকতে হতো না জিয়াকে। যদি অবশ্য তিনি নিজের শেষ রাউন্ডের খেলায় জিততে পারতেন। কিন্তু ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়ের সঙ্গে ড্র করে পড়ে গিয়েছিলে দুশ্চিন্তায়। তবে নাটকীয়তা শেষে শেষ হাসি হাসেন জিয়াই।