মুশফিক-মোসাদ্দেকে ম্লান সৌম্য, রাহাতুলের অলরাউন্ড নৈপুণ্য

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

শতরানের পার্টনারশিপ গড়ে আবাহনীকে জেতান মোসাদ্দেক ও মুশফিক

শতরানের পার্টনারশিপ গড়ে আবাহনীকে জেতান মোসাদ্দেক ও মুশফিক

শুরুতে ব্যাট হাতে দাপট দেখান সৌম্য সরকার। তুলে নেন দুরন্ত এক হাফ-সেঞ্চুরি। তার অর্ধশতক ম্লান করে জোড়া ফিফটি হাঁকান মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন। দুজনের ব্যাটিং দৃঢ়তায় আবাহনী লিমিটেড ১২ বল হাতে রেখে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। এ ম্যাচ দিয়ে জয়ের ধরায় ফিরল গত ম্যাচে হার মানা ক্যাপ্টেন মুশফিকের দল।

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে আগের ম্যাচে ব্যাট কথা বলেছিল সৌম্য সরকারের। এ ম্যাচেও হাসল তার ব্যাট। ৫০ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় খেললেন ৬৭ রানের দুরন্ত এক ইনিংস। সুবাদে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

বিজ্ঞাপন

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ঝলক দেখান ম্যাচসেরা মুশফিকুর রহিম ও মোসাদ্দেক হোসেন। দুজনেই অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩ উইকেটের বিনিময়ে জয়ের লক্ষ্য টপকে আবাহনী তুলে ফেলে ১৫৩ রান। মুশফিক ৩৫ বলে চার বাউন্ডারি ও এক ছক্কায় ৫৩* রানের চমৎকার এক ইনিংস খেলেন। তার সঙ্গী মোসাদ্দেক ২৮ বলে ৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় উপহার দেন ৫০* রানের অসাধারণ এক ইনিংস। দুজনে মিলে গড়েন ১০৫ রানের পার্টনারশিপ।

অন্যদিকে ওপেনার রনি তালুকদারের ব্যাটিং দৃঢ়তায় বড় জয় ছিনিয়ে নিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও। তামিম ইকবালের দল ৩ বল হাতে রেখে ৭ উইকেটে ধরাশায়ী করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে।

বিজ্ঞাপন

বিকেএসপি’র চার নম্বর মাঠে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৩৩ রান তোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৩৪ রান এনে দেন সোহরাওয়ার্দী শুভ। ২৮ রান করেন ওপেনার সৈকত আলী।

ম্যাচসেরা রনি তালুকদারের দুরন্ত ইনিংসের জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। ৩ উইকেট হারিয়ে ১৯.৩ ওভারে ১৩৪ রান তুলে ফেলে ক্যাপ্টেন এনামুল হকের দল। রনি তালুকদার ৩৪ বলে চার বাউন্ডারি দুই ছক্কায় ৪৮ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন। সঙ্গে এনামুল হক যোগ করেন ৩৫ রান।

এদিকে ব্যাট-বল হাতে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন রাহাতুল ফেরদৌস। তার ফিফটি ছোঁয়া দুরন্ত পারফরম্যান্সে ব্রাদার্স ইউনিয়ন ৩৩ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে।

বিকেএসপি’র তিন নম্বর মাঠে শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্যুতি ছড়ান রাহাতুল ফেরদৌস। ৪৪ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫৪ রানের অসাধারণ ইনিংস খেলেন। তার সঙ্গে ৩৪ রান যোগ করেন নাঈম ইসলাম জুনিয়র। সুবাদে শুরুতে ব্যাটিংয়ে নেমে ১৪৭ রানের স্কোর গড়ে ব্রাদার্স ইউনিয়ন।

ব্যাট হাতে ফিফটি হাঁকানোর পর বল হাতে ঘূর্ণিজাদু দেখান রাহাতুল ফেরদৌস। বাঁ-হাতি এ স্পিনার ৩৪ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। সুবাদে ১৯.৫ ওভারে ১১৪ রানেই থেমে যায় পারটেক্স স্পোর্টিং ক্লাবের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করেন ধীমান ঘোষ।