নতুন ভূমিকায় রোমাঞ্চিত আশরাফুল

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

খেলোয়াড়ি জীবন শেষ করে নতুন ইনিংস শুরু করেছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। রংপুর রাইডার্সের সহকারী কোচ হিসেবে অভিষেক হয়েছে তার। সে ইনিংসের প্রথম কিছু দিন পার করে রোমাঞ্চিত বোধ করছেন, জানিয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক। 

মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ কিছু দিন তার ব্যস্ত সময় কেটেছে। সৌম্য সরকার, আফিফ হোসেনদের সঙ্গে নিয়ে নিবিড়ভাবে কাজ করেছেন তিনি। গণমাধ্যমের মুখোমুখিও হতে হয়েছে নতুন ভূমিকার অংশ হিসেবে। 

বিজ্ঞাপন

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখলেন, ‘মিরপুরে রংপুর রাইডার্সের কোচ হিসেবে আমার প্রথম কিছু দিন কাটিয়ে বেশ রোমাঞ্চিত আমি। দলের প্রাণশক্তি আর নিবেদনটা বেশ সংক্রামক। গ্লোবাল টি২০ টুর্নামেন্টে আমরা এক সঙ্গে কী করতে পারি, তা দেখতে তর সইছে না আমার। আপনাদের প্রার্থনা ও সমর্থন আমাদের জন্য অনেক জরুরি।’

কোচ হওয়ার জন্য আইসিসির লেভেল-৩ কোচিং সম্পন্ন করেছিলেন গেল বছর। চলতি বছর তার স্বীকৃতিও পেয়ে যান আইসিসি থেকে। যার ফলে লেভেল-৩ কোচ হিসেবে কাজ করতে আর বাধা ছিল না তার। রংপুর সে সুযোগটাই কাজে লাগিয়ে তাকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি কাজ করবেন প্রধান কোচ মিকি আর্থারের সহকারী হিসেবে। 

বিজ্ঞাপন

এর আগে খেলোয়াড়ি জীবনে তিনি বাংলাদেশকে বহুবার আনন্দে ভাসিয়েছেন। ৬১ টেস্টে ৬টি সেঞ্চুরিসহ তিনি করেছেন ২৭৩৭ রান। ওয়ানডেতে ১৭৭ ওয়ানডেতে ৩টি সেঞ্চুরিসহ তিনি করেছেন ৩৪৬৮ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের জার্সি গায়ে তিনি খেলেছেন ২৩ ম্যাচে, রান করেছেন ৪৫০। এরপর এবার তার নতুন জীবন শুরু হলো কোচিংয়ে, রংপুর রাইডার্সের হাত ধরে।