জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে ছুটি চান মুশফিক

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম

জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে খেলতে চান না মুশফিকুর রহিম। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে ছুটি চেয়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তবে সফরের বাকি দুই সংস্করণে টেস্ট ও ওয়ানডেতে ঠিকই খেলবেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিক।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু খবরটি নিশ্চিত করেছেন। তবে বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে মুশফিককে ছুটি দেওয়ার আভাস দিয়েছেন নান্নু, ‘মুশফিক জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজে ছুটি চায়। আমরা এখনো এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিইনি। খেলোয়াড়দের সিদ্ধান্তকে অবশ্যই আমাদের সম্মান জানানো উচিত।’

বিজ্ঞাপন

২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়বে টাইগার ক্রিকেটাররা। ৭ জুলাই একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সফর। এরপর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।