তীরে এসে তরী ডুবিয়ে দিলো ওল্ড ডিওএইচএস
ওল্ড ডিওএইচএস স্পোর্টিং ক্লাব প্রায় জিতেই গিয়েছিল। কিন্তু শেষ দিকে তীরে এসে তরী ডুবিয়ে দেয় দলটি। ম্যাচ জয়ের কোনো ইচ্ছাই যেন ছিল তাদের। নাটকীয় ম্যাচে ক্যাপ্টেন মুহাইমিনুল খানের দল মাত্র ২ রানে হেরে যায় ব্রাদার্স ইউনিয়নের কাছে।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে চার ম্যাচে এ নিয়ে দ্বিতীয় জয় পেল ব্রাদার্স। আর ওল্ড ডিওএইচএসের এটি দ্বিতীয় হার।
শুরুতে ব্যাটিংয়ে নেমে ম্যাচসেরা মাইশুকুর রহমানের দুরন্ত ফিফটিতে ৫ উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে ব্রাদার্স ইউনিয়ন। ৪৮ বলে ৪ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৬৮ রানের দুরন্ত এক ইনিংস অপরাজিত থেকে যান মাইশুকুর।
জবাবে ওপেনার আনিসুল ইসলাম ইমন ৬৪ রানের দাপুটে এক ইনিংস খেলেন। কিন্তু তারপরও দলকে জেতাতে পারেনি। অদ্ভুদ কারণে হাতে ব্যাটসম্যান থাকতেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে যায়নি ওল্ড ডিওএইচএস। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ৭ রান। আর শেষ বলে প্রয়োজন ছিল তিন রান।
কিন্তু সুজন হাওলাদারের ওয়াইড ইয়র্কারের শেষ বলটা ছেড়ে দেন ব্যাটার প্রীতম কুমার। অথচ এমন সময়ে ব্যাটে বল লাগাতে সব ব্যাটসম্যানই মরিয়া হয়ে খেলেন। কিন্তু দুর্ভাগ্য! মাইন্ড গেমে হেরে ৩ উইকেটের বিনিময়ে ১৩৭ রানে গুটিয়ে যায় ওল্ড ডিওএইচএস। রাকিন আহমেদ ৩৩ ও মাহমুদুল হাসান জয় ৩৪ রান যোগ করেন।
সুজন আসলে শেষ বলটা ইয়র্কারই দিতেন। তবুও ক্যাপ্টেন মিজানুর রহমান চিৎকার করে বাউন্ডার দিতে বলেন। সুজন আগের সিদ্ধান্ত মোতাবেক ইয়র্কারই দেন। কিন্তু ব্যাটসম্যান প্রীতম বাউন্সারের অপেক্ষায় থেকে বলের সঙ্গে ম্যাচটাও হাতছাড়া করেন। ম্যাচ শেষে এমন মাইন্ডগেম খেলার কথাই জানান ব্রাদার্স ক্যাপ্টেন মিজান।