আপত্তিকর টুইটে নিষিদ্ধ অভিষিক্ত রবিনসন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অলি রবিনসন

অলি রবিনসন

সময়টা ২০১২ ও ২০১৩ সালের। ক্রিকেটার অলি রবিনসন তখন ১৮ ও ১৯ বছরের। বর্ণবাদী ও যৌনতাবাদী টুইট করে ফেলেছিলেন এ পেসার। ৮ ও ৯ পর সেই পুরনো টুইট সবার সামনে চলে আসায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন রবিনসন।

বেশ কয়েকটি টুইটে অলি রবিনসন মুসলিমবিরোধী, এশীয় ও নারীদের প্রতি আপত্তিকর ও অপমানজনক মন্তব্য করেন ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক হওয়ার পরপরই টুইটগুলো ভাইরাল হয়ে যায়।

বিজ্ঞাপন

অতিথি কিউই ক্রিকেটারদের নিয়ে বৈষম্যবিরোধী বার্তা দিতে বিশেষ টি-শার্ট পড়েছিলেন ক্যাপ্টেন জো রুটের দল। বৈষম্য দূরীকরণের দাবীতে সকল ক্রিকেটার যখন একাত্মতা প্রকাশ করেছিলেন, তখনই রবিনসনের বর্ণবাদী টুইটগুলো সামনে চলে আসে।

নিষিদ্ধ হওয়ার পর রোববার বিকেলেই ইংল্যান্ডের ক্যাম্প ছেড়েছেন ২৭ বছরের এ ক্রিকেটার। ‘লজ্জিত’ ও ‘অনুতপ্ত’ রবিনসন ক্ষমা চেয়েও লাভ হয়নি। নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিজ্ঞাপন

এ নিয়ে তদন্ত করবে এখন ইসিবি। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত নিষিদ্ধই থেকে যাবেন রবিনসন। যে কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তার। এজবাস্টনে ম্যাচটি শুরু হচ্ছে বৃহস্পতিবার।

তবে রবিনসনের নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছিল দুর্দান্ত। ম্যাচে ১০১ রান দিয়ে শিকার করেন ৭ উইকেট। সঙ্গে ব্যাট হাতে সংগ্রহ করেন ৪২ রান।