পাঁচ উইকেট মুস্তাফিজের, জয়ের আনন্দ সাকিবের
বল হাতে পেস ঝড় তুললেন মুস্তাফিজুর রহমান। আগুনে বোলিংয়ে তোপ দাগিয়ে বাঁ-হাতি এ পেসার শিকার করলেন পাঁচ উইকেট।
এ নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব গড়লেন মুস্তাফিজ। উপহার দিলেন ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স। কিন্তু দুর্ভাগ্য ম্যাচসেরা মুস্তাফিজের। দলকে জেতাতে পারলেন না। উল্টো জয়ের হাসি হাসলেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে ২৭ রানে হার মানল মুস্তাফিজের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে এ নিয়ে টানা তিন ম্যাচ জিতল সাকিবের মোহামেডান। আর তিন ম্যাচে তামিম ইকবালের প্রাইম ব্যাংকের এটাই প্রথম হার।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতেই ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমনের ফিফটিতে ৮ উইকেটে ১৫০ রানের লড়াকু পুঁজি করে মোহামেডান। ৩৮ বলে ৩ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৫০ রানের দাপুটে এক ইনিংস খেলেন পারভেজ। শামসুর রহমান ৩৩, ওপেনার মাহমুদুল হাসান ২৩, ক্যাপ্টেন সাকিব আল হাসান ২০ রান যোগ করেন দলীয় স্কোরে।
৪ ওভারে ২২ রান খরচ করে একাই ৫ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান।
জবাবে ব্যাটিং করতে নেমে ১৯.৩ ওভারে ১২৩ রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। মোহাম্মদ মিঠুন সংগ্রহ করেন ২৫ রান। সঙ্গে ওপেনার তামিম ইকবাল ২০, নাঈম হাসান ১৯* ও রনি তালুকদার ১৯ রান এনে দেন।
তাসকিন আহমেদ ও আবু জায়েদ তিনটি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন সাকিব আল হাসান।
অন্য দিকে বৃষ্টির বাগড়ায় ১১ ওভারে কমে আসা ম্যাচে আবাহনী লিমিটেড (১০২/১, ৯.৫ ওভার) ৭ বল হাতে ৯ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে (১০১/৫, ১১ ওভার)। তিন ম্যাচে তিন জয়ে তালিকার শীর্ষে রয়েছে এখন ক্যাপ্টেন মুশফিকুর রহিমের দল।