ফরাসি ওপেনে ফিক্সিং, সিজিকোভাকে জিজ্ঞাসাবাদ
গ্রেপ্তার হওয়ার একদিন পরই পুলিশ কাস্টোডি থেকে ছাড়া পেয়েছেন রাশিয়ান টেনিস খেলোয়াড় ইয়ানা সিজিকোভা। গতবছরের ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের অংশ হিসেবে পুলিশ তাকে আটক করেছিল।
টেনিসের দ্বৈত র্যাঙ্কিংয়ের ১০১তম খেলোয়াড় ২৬ বছরের সিজিকোভার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। শুধু জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি ছাড়া পেলেও তদন্ত চলবে। ম্যাচ ফিক্সিং-য়ের অভিযোগে তদন্ত শুরু হয় অক্টোবরে। শুধু সিজিকোভাই নয় আরও অনেক খেলোয়াড়কেই নিয়ে চলছে তদন্ত।
টুর্নামেন্টের প্রথম রাউন্ডে রোমানিয়ার আন্দ্রিয়া মিতু ও প্যাট্রিসিয়া মারিয়া টিগিন জুটির কাছে সিজিকোভা ও তার মার্কিন পার্টনার ম্যাডিসন ব্রেঙ্গল হারের পরপরই তদন্তের ঘোষণা আসে।
অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের জন্য জেলে যেতে হবে সিজিকোভাকে। সঙ্গে জরিমানা গুনতে হবে পাঁচ লাখ ইউরো। সন্দেহ করা হচ্ছে, সিজিকোভা সংঘবদ্ধ প্রতারক দলের সদস্য। এ অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছরের জেলের সঙ্গে তিন লাখ ইউরো জরিমানা হবে তার। এ রুশ টেনিস খেলোয়াড়ের আইনজীবী ফ্রেডেরিক বেলো জানান এমনটা।