রাকিন-আনিসুলের ব্যাটিংয়ে প্রথম জিতল ওল্ড ডিওএইচএস
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছিল। দ্বিতীয় ম্যাচে হারের তেতো স্বাদ হজম করতে হয়। অবশেষে তৃতীয় ম্যাচে এসে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে প্রথম জয়ের দেখা পেল ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ক্যাপ্টেন মুহাইমিনুল খানের দল। এবং সেটা ২১ বল হাতে রেখেই।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৭ রান তোলে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ক্যাপ্টেন তাসামুল হক ১৮ রান সংগ্রহ করেন। সঙ্গে আব্বাস মুসা, নাজমুল হোসেন মিলন ও ধীমান ঘোষ তিনজনই সমান ১৭ রান করে দলীয় স্কোরে যোগ করেন। তবে নাজমুল ও ধীমান অপরাজিত থেকে যান।
ওল্ড ডিওএইচএসের হয়ে রকিবুল হাসান শিকার করেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন মোহাম্মদ শান্ত ও আব্দুর রশিদ।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার আনিসুল ইসলাম ইমন ও রাকিন আহমেদের ব্যাটিং দৃঢ়তায় ১১.৩ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের লক্ষ্য ৭৮ রান তুলে ফেলে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব।
৩৬ বলে ছয় বাউন্ডারিতে ৪৩* রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ম্যাচ সেরা রাকিন আহমেদ। ৩৩ বলে ২ বাউন্ডারি ও এক ছক্কায় ৩৩* রানে অপরাজিত থেকে যান আনিসুল ইসলাম।