আলাউদ্দিনের হ্যাটট্রিক, মিজানের ফিফটিতে উড়ে গেল রূপগঞ্জ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

হ্যাটট্রিকম্যান আলাউদ্দিন বাবুর উদযাপন

হ্যাটট্রিকম্যান আলাউদ্দিন বাবুর উদযাপন

শুরুতে দ্যুতি ছড়ালেন আলাউদ্দিন বাবু। বল হাতে তুললেন পেস ঝড়। করলেন দুরন্ত এক হ্যাটট্রিক। তাতেই প্রতিপক্ষ লিজেন্ডস অব রূপগঞ্জকে আটকে রাখলেন অল্প পুঁজিতে। ব্যাট হাতে বাকি কাজটা সারলেন ক্যাপ্টেন মিজানুর রহমান। তার চমৎকার এক হাফ-সেঞ্চুরিতে ২৭ বল হাতে রেখেই রূপগঞ্জকে উড়িয়ে দিয়ে ব্রাদার্স ইউনিয়ন জিতল ৮ উইকেটের বড় ব্যবধানে।

বৃহস্পতিবার, ৩ জুন বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে ব্রাদার্স ইউনিয়নের এটি প্রথম জয়। আর রূপগঞ্জের প্রথম হার। কেননা দুদলের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

বিজ্ঞাপন

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ব্যাটিং ধস সামলে কোনোমতে ১১১ রান তোলে লিজেন্ডস অব রুপগঞ্জ। ব্যাটিং লাইন-আপের ধ্বংসস্তূপের মাঝে ওয়ানডাউনে নেমে আলো ছড়িয়ে ২৮ বলে ৪ বাউন্ডারি ও এক ছক্কায় অধিনায়কোচিত ৩৮ রানের দাপুটে এক ইনিংস খেলেন নাঈম ইসলাম। সঙ্গে দলীয় স্কোরে সাব্বির রহমান যোগ করেন ২৩ রান।

পঞ্চম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন আলাউদ্দিন বাবু। একাই শিকার করেন রূপগঞ্জের ৪ উইকেট। খরচ মাত্র ২১ রান। ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে মুক্তার আলী ও সোহাগ গাজীকে সাজঘরে ফেরান ম্যাচসেরা আলাউদ্দিন। পরে ২০তম ওভারের প্রথম বলেই নাবিল আহমেদকে ক্যাচ আউট করেন তিনি। দুটি করে উইকেট নেন সুজন হাওলাদার ও সাকলাইন সজীব।

বিজ্ঞাপন

জবাবে মিজানুর রহমান ব্যাট হাতে জ্বলে উঠেন। তার হাঁকানো দুর্দান্ত ফিফটিতে দুই উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য ১১২ রান তুলে ফেলে ব্রাদার্স ইউনিয়ন। ৫২ বলে ৮ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৪ রানের দুর্বার এক ইনিংস খেলেন ওপেনার মিজান। তার ওপেনিং পার্টনার জুনায়েদ সিদ্দিকী যোগ করেন ২১ রান।

রূপগঞ্জের হয়ে একটি করে উইকেট শিকার করেন মোহাম্মদ শহীদ ও সানজামুল ইসলাম।