বুধবার থেকেই শুরু ডিপিডিএলের দ্বিতীয় রাউন্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মিরপুরে টানা চার দিন হবে তিনটি করে ম্যাচ

মিরপুরে টানা চার দিন হবে তিনটি করে ম্যাচ

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগের (ডিপিডিএল) দ্বিতীয় রাউন্ডের খেলা হওয়ার কথা ছিল আজ মঙ্গলবার, ১ জুন। কিন্তু বৃষ্টির হানায় ১২ দলের ৬টি ম্যাচই স্থগিত হয়ে গেছে।

তাই নতুন করে সূচি দিয়েছে সিসিডিএম। আগামীকাল ২ জুন, বুধবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের খেলা। টানা চার দিন তিনটি করে ম্যাচ হবে। ৫ জুনের মধ্যেই শেষ হবে আসরের তৃতীয় রাউন্ড।

বিজ্ঞাপন

প্রতিদিন তিনটি করে ম্যাচ হলে দ্বিতীয় রাউন্ড হবে ২ ও ৩ জুন। তৃতীয় রাউন্ডের খেলা হবে ৪ ও ৫ জুন। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বৃষ্টি হলে পানি জমে যায় মাঠে। এ কারণে সাভারের বিকেএসপি’তে আপাতত কোনো ম্যাচ হচ্ছে না। ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকায় আগামী চারদিন খেলা হবে কেবল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

যদিও এর আগে বৃষ্টির কারণে দুই দিনের জন্য ডিপিডিএলের খেলা স্থগিত করে ছিল সিসিডিএম। দ্বিতীয় রাউন্ডের খেলা মাঠে গড়ানোর কথা ছিল ৩ জুন। পরে সিদ্ধান্ত পাল্টে ফেলে কমিটি।