দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা নর্টজে-শাবনিম
গতবছর বর্ষসেরা নবীন ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন অ্যানরিচ নর্টজে। এবার তিনি হলেন দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটার। মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন পেসার শাবনিম ইসমাইল।
সঙ্গে আরও তিন পুরস্কার পেয়েছেন পেসার অ্যানরিচ নর্টজে। হন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও সমর্থকদের ভোটে বর্ষসেরা ক্রিকেটার। ক্রিকেটারদের চোখে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটি অবশ্য তিনি জেতেন ব্যাটসম্যান এইডেন মারক্রামের সঙ্গে যৌথভাবে।
ছেলেদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রসি ফন ডার ডুসেন। আর বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন তাবরাইজ শামসি। এ বছর বর্ষসেরা নতুন খেলোয়াড়ের পুরস্কার ছিনিয়ে নিয়েছেন অলরাউন্ডার জর্জ লিন্ডে।
ঘরোয়া ক্রিকেটের ‘মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের অ্যাওয়ার্ড পেয়েছেন স্পিনার কেশভ মহারাজ। ঘরোয়া চারদিনের ক্রিকেটের মারক্রাম, ঘরোয়া ওয়ানডেতে অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক ও ঘরোয়া টি-টোয়েন্টিতে সেরা হয়েছেন পেসার সিসান্ডা মাগালা।
মেয়েদের ক্রিকেটে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা হলেন শাবনিম। বছরের সেরা এ নারী ক্রিকেটার সঙ্গে জিতে নিয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ও ক্রিকেটারদের চোখে সেরা ক্রিকেটারের স্বীকৃতি। ওয়ানডে ক্রিকেটের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন ব্যাটসম্যান লিজেল লি।