তামিমের প্রাইম ব্যাংক জিতল অলক কাপালির নেতৃত্বে
এবারের বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টি ক্রিকেট লিগে (ডিপিডিএল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন তামিম ইকবাল। তবে খবরটা আগে রটেছিল, মাঠের লড়াইয়ে দলকে নেতৃত্ব দিতে চান না বাংলাদেশের এ ওয়ানডে অধিনায়ক।
সোমবার, ৩১ মে ঘরোয়া এ মর্যাদাপূর্ণ ক্রিকেট আসর মাঠে গড়াতেই গুঞ্জনটা সত্যি হলো। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন তামিম ইকবাল। তার বদলে শোনা গিয়েছিল এনামুল হক বিজয় পেতে পারেন দলের নেতৃত্ব। ম্যাচের আগে সে সিদ্ধান্তও পাল্টে যায়। তাই বিজয়ও নেতৃত্ব পাননি।
শেষমেশ দলের নেতৃত্ব উঠেছে অলক কাপালির কাঁধে। অলক কাপালির নেতৃত্বেই সাভারের বিকেএসপি’তে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে লড়াই করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তামিম ইকবালের ব্যাটিং দৃঢ়তায় দলও জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। ১৬ বল হাতে রেখেই গাজী গ্রুপকে হারিয়েছে অধিনায়ক অলক কাপালির দল।
সাভারের বিকেএসপি’তে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯১ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দুই ওপেনার মেহেদী হাসান ১৬ ও সৌম্য সরকার ১৪ রান যোগ। জাকির হাসান ২৬* ও মুমিনুল হক ১৩* রানে অপরাজিত থেকে যান।
প্রাইম ব্যাংকের হয়ে দুটি করে উইকেট শিকার করে মুস্তাফিজুর রহমান ও নাঈম হাসান। একটি উইকেট নেন শরিফুল ইসলাম।
জবাবে ম্যাচসেরা তামিম ইকবালের দাপুটে ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ৯.২ ওভারে জয়ের লক্ষ্য ৯২ রান তুলে ফেলে প্রাইম ব্যাংক। চার রানের জন্য ফিফটি মিস করেন তামিম ইকবাল। ২২ বলে ২ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৪৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন দেশসেরা ওপেনার তামিম। তার সঙ্গে রনি তালুকদার যোগ করেন ২৫ রান।
গাজী গ্রুপের হয়ে দুটি উইকেট নেন মেহেদী হাসান। বাকি উইকেটটি যায় মাহমুদউল্লাহ রিয়াদের পকেটে।