সিপিএলে খেলার অনাপত্তিপত্র পাচ্ছেন না সাকিব!
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ফিরেছেন পুরনো দল জ্যামাইকা তালাওয়াসে। তবে ক্যারিবিয়ান এই ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা নাও হতে পারে সাকিবের।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সময় সূচির কারণেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার ছাড়পত্র নাও পেতে পারেন এ ক্রিকেট মহাতারকা।
জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরলেই অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই তিন সিরিজকে সামনে রেখে সাকিবকে ছাড়পত্র দিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন আভাসই দিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান।
আকরাম খান বলেন, ‘সিপিএলের অনাপত্তিপত্র নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সময় এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই পুরো শক্তির দল নিয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে লড়তে চাই আমরা।’
সাকিব ২০১৬ ও ২০১৭ সালে সিপিএলে খেলেন জ্যামাইকার হয়ে। ২০১৬ সালে জিতেন আসরের ট্রফি। মাঝে ২০১৮ ও ২০১৯ সালে এ ক্রিকেট মেগাস্টার মাঠ কাঁপান বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে। শুধু তাই নয়, ২০১৯ সালে বার্বাডোসকে উপহার দেন টুর্নামেন্টের শিরোপা।
আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালে সিপিএলে খেলতে পারেননি সাকিব। দুই বছর পর সাকিব ফিরলেন পুরনো দল জ্যামাইকাতে।
২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে এ বছরের সিপিএল। ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ সেপ্টেম্বর। পুরো টুর্নামেন্ট বসবে সেন্ট কিটস এন্ড নেভিসে।