বঙ্গবন্ধু ডিপিডিএলের টাইটেল স্পন্সর ওয়ালটন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিএল) গত আট আসরের টাইটেল স্পন্সর ছিল ওয়ালটন গ্রুপ। এবারও তার ব্যত্যয় ঘটল না। টানা নবমবারের মতো ঘরোয়া এ মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হলো ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠানটি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এবারের ঢাকা লিগের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ স্পন্সর্ড বাই ওয়ালটন।’

টুর্নামেন্টের ম্যাচ অফিসিয়ালদের (আম্পায়ার, রেফারি) পোকাশ দিয়েছে ওয়ালটন। সঙ্গে প্রতি ম্যাচের সেরা ক্রিকেটারকে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে ওয়ালটন।

বিজ্ঞাপন

আজ রোববার, ৩০ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ডিপিডিএলের স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবি’র পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি’র পরিচালক ও ঢাকা লিগের আয়োজক সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম, বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ এবং সিসিডিএমের সমন্বয়ক আলী হোসেন।

বিজ্ঞাপন

২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হোম সিরিজের পাওয়ার স্পন্সর এখন ওয়ালটন। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) টানা দশ বছর ধরে স্পন্সর করে যাচ্ছে তারা।

আগামীকাল সোমবার, ৩১ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিএল)। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১২টি দল। আসরে প্রতি ম্যাচডেতে হবে ৬টি করে খেলা।