তামিম-সাকিবদের বিদায়ে ধুঁকছে টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

তামিম ইকবাল

তামিম ইকবাল

ব্যাট হাতে মাঠে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি বাংলাদেশের। ২৮ রানের ব্যবধানে দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে তিনে নামা সাকিব আল হাসানের উইকেট হারিয়ে ধুঁকছে টাইগাররা। তিনটি উইকেটই পেয়েছেন দুষ্মন্ত চামিরা।

চামিরার পেস তোপ সামলে উঠতে না পেরে ১৭ রান নিয়ে সাজঘরে ফিরেছেন দেশ সেরা ওপেনার তামিম। লিটন দাসের বদলে মাঠে নামা ওপেনার মোহাম্মদ নাঈম শেখও ব্যর্থ। তার সংগ্রহ মাত্র ১ রান। ব্যাট হাসাতে পারলেন না বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিবও। মাত্র ৪ রান নিয়ে ফেরেন এ ক্রিকেট মহাতারকা।

বিজ্ঞাপন

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭০ রান তুলেছে বাংলাদেশ। উইকেটে আছেন মুশফিকুর রহিম। ২১ রান নিয়ে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করে যাচ্ছেন তিনি। আর ২৪ রানে তাকে সঙ্গ দিয়ে যাচ্ছেন মোসাদ্দেক হোসেন।

মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে কুশল পেরেরা ও ধনাঞ্জয়ার ব্যাটিং তাণ্ডবে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে সফরকারী শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে হলে টাইগারদের দরকার এখন ২৮৭ রান।

বিজ্ঞাপন

কুশল পেরেরা দাপুটে ব্যাটিংয়ে দুরন্ত এক সেঞ্চুরি আদায় করে নিলেন। খেললেন ১২২ বলে ১১ বাউন্ডারি ও এক ছক্কায় ১২০ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস। ফিফটি হাঁকিয়ে অপরাজিত থেকে যান ধনাঞ্জয়া ডি সিলভা। ৭০ বলে ৪ বাউন্ডারিতে এ তারকা লঙ্কান অলরাউন্ডার খেলেন ৫৫* রানের হার না মানা অসাধারণ এক ইনিংস।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ম্যাচে কোনো উইকেট পাননি তাসকিন আহমেদ। কিন্তু তৃতীয় ওয়ানডেতেই বোলিং ছন্দটা ফিরে পেয়েছেন এ তারকা টাইগার পেসার। শিকার করলেন ৪ উইকেট। এতেই উইকেট শিকারে ফিফটি করে ফেলেছেন তাসকিন। কিন্তু তার সতীর্থ বোলাররা ঠিক আলো ছড়াতে পারলেন না। যে কারণে শ্রীলঙ্কাকে অল্পতে আটকে রাখা সম্ভব হলো না।