করোনার টিকা নিয়েই অলিম্পিকে খেলবেন রোমান-জুনাইনারা
নিজের দুরন্ত পারফরম্যান্সে টোকিও অলিম্পিকের টিকিট নিশ্চিত করেছেন আর্চার রোমান সানা। দুই সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ এবং স্প্রিন্টার জহির রায়হান পেয়েছেন ওয়াইল্ড কার্ড। কিন্তু শ্যুটিং ও ভারোত্তোলনের ওয়াইল্ড কার্ড এখনো ঠিক হয়নি।
তবে বাংলাদেশ থেকে যারা টোকিও অলিম্পিকে অংশ নেবেন তাদের সবাই করোনা প্রতিরোধী টিকা নিয়েই যাবেন। জাপানের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) এ সিদ্ধান্ত নিয়েছে।
বিওএ মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) ফখরুদ্দিন হায়দার বলেন, ‘বাংলাদেশের অ্যাথলিট, অফিসিয়ালরা দুই ডোজের করোনা প্রতিরোধী টিকা নিয়েই অলিম্পিকে যাবে। প্রত্যাশা করছি, রোববারই আমাদের জন্য বরাদ্দকৃত ভ্যাকসিন পেয়ে যাব। এবং সংশ্লিষ্ট সবাই টিকা নিতে করতে পারবে।’
২৩ জুলাই শুরু হবে টোকিও অলিম্পিক। বিশ্ব ক্রীড়াঙ্গনের বৃহত্তম এ আসর শেষ হবে ৮ আগস্ট।