ফের জ্যামাইকার হয়ে সিপিএলে খেলবেন সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

দুই বছর বিরতি দিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ফিরছেন সাকিব আল হাসান। চলতি বছরের আসন্ন সিপিএল আসরে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব খেলবেন জ্যামাইকা তালাওয়াসের জার্সি গায়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি নিশ্চিত করেছে টি-টোয়েন্টি আসরের ফ্র্যাঞ্চাইজিটি।

সাকিব ২০১৬ ও ২০১৭ সালে সিপিএলে খেলেন জ্যামাইকার হয়ে। মাঝে ২০১৮ ও ২০১৯ সালে এ ক্রিকেট মহাতারকা মাঠ কাঁপান বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে। শুধু তাই নয়, ২০১৯ সালে বার্বাডোসকে উপহার দেন টুর্নামেন্টের শিরোপা।

বিজ্ঞাপন

আইসিসি’র নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালে সিপিএলে খেলতে পারেননি সাকিব। দুই বছর পর সাকিব ফিরলেন পুরনো দল জ্যামাইকাতে।

২৮ আগস্ট থেকে শুরু হচ্ছে এ বছরের সিপিএল। ফাইনাল দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে ১৯ সেপ্টেম্বর। পুরো টুর্নামেন্ট বসবে সেন্ট কিটস এন্ড নেভিসে।

বিজ্ঞাপন