একটি অতিরিক্ত রানও দেয়নি টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টাইগার ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটাররা

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষে এটাই টাইগারদের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়। ব্যাটে-বলের দুরন্ত পারফরম্যান্সে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের শীর্ষেও উঠে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ইতিহাস গড়ার দিনে আরও একটি অনন্য কৃতিত্ব দেখিয়েছে দেশের ক্রিকেটাররা। কোনো বোলারই অতিরিক্ত রান খরচ করেনি ম্যাচে।

নো বল, ওয়াইড, বাই, লেগবাই কোনো খাতেই বাংলাদেশের ছয় বোলার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকতের মধ্যে কেউই অতিরিক্তি রান দেননি। বাংলার দামাল ছেলেরা বোলিংয়ে এমন দাপট প্রথম দেখিয়েছিল ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে।

বিজ্ঞাপন

ঠিক দশ বছর পর ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে ভারতের বিপক্ষেও একটি অতিরিক্ত রানও দেয়নি টাইগাররা। অতিরিক্ত রান না দিলেও প্রথম দুই ম্যাচে হার মেনেছে বাংলাদেশ। মঙ্গলবার, ২৫ মে মিরপুরের শের-ই-বাংলায় জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আর কোনো ভুল হয়নি। ঠিকই জয় ছিনিয়ে নিয়েছে দেশের ক্রিকেটাররা।