আইসিসি’র ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মেহেদী হাসান মিরাজের উইকেট উদযাপন

মেহেদী হাসান মিরাজের উইকেট উদযাপন

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পথে মুশফিকুর রহিমের সঙ্গে অগ্রণী ভূমিকা রয়েছে মেহেদী হাসান মিরাজেরও।

দুটি ম্যাচেই ব্যাট হাতে যেমন দাপট দেখিয়েছেন মুশফিকুর রহিম। ঠিক তেমনি বল হাতে স্পিন জাদু দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ঘূর্ণি ম্যাজিকে প্রথম ম্যাচে ৩০ রানে শিকার করেন ৪ উইকেট। প্রতিপক্ষ লঙ্কান ব্যাটসম্যানদের স্পিন বিষে নীল করে দ্বিতীয় ম্যাচে ২৮ রান খরচায় পান ৩ উইকেট।

বিজ্ঞাপন

টানা দুই ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন মিরাজ। আইসিসি’র ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠে গেলেন এ তারকা টাইগার অলরাউন্ডার। ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে এ স্টার স্পিনারের রেটিং পয়েন্ট ৭২৫। বাংলাদেশের বোলার হিসেবে সর্বোচ্চ রেটিং পয়েন্ট সংগ্রহের রেকর্ডও গড়লেন মিরাজ। দুই ম্যাচে সাত উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন ডানহাতি অফস্পিনার।

তৃতীয় টাইগার বোলার হিসেবে আইসিসি’র র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে নিজের নাম লেখালেন মিরাজ। ২০১০ সালে বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক উঠে ছিলেন শীর্ষ দুইয়ে। একদিনের ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০০৯ সালে উঠে গিয়েছিলেন ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে।

বিজ্ঞাপন

৭৩৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। মিরাজের নিচে তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। তার পুঁজি ৭০৮ রেটিং পয়েন্ট।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমানও। আট ধাপ এগিয়ে ৬৫২ রেটিং পয়েন্ট নিয়ে তারকা এ পেসার আছেন নবম স্থানে। প্রথম ম্যাচে ৩৪ রানে নেন ৩ উইকেট। আর দ্বিতীয় ম্যাচে ১৬ রান খরচ করেও পান সমান ৩ উইকেট। দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে মুস্তাফিজের এই উন্নতি।

এদিকে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ৮৪ ও দ্বিতীয় ম্যাচে ১২৫ রানের অসাধারণ দুটি ক্রিকেটীয় ইনিংস খেলে আইসিসি’র ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। সুবাদে ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং পজিশন ১৪তম স্থানে উঠে গেছেন মিস্টার ডিপেন্ডেবল। তার সংগ্রহ ৭৩৯ রেটিং পয়েন্ট।