এবার সান্দাকানের শিকার লিটন
সাকিব-তামিমের পর এবার উইকেট থেকে বিদায় নিলেন লিটন দাস। লক্ষ্মণ সান্দাকানের বলে ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন এ তারকা ওপেনার। আউট হওয়ার আগে লিটন ৪২ বলে দুই বাউন্ডারিতে করেন ২৫ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৬ রান। শুরুর ধাক্কা সামলে ১৫ রান নিয়ে ব্যাটিং লড়াইটা চালিয়ে যাচ্ছেন মুশফিক। ৯ রান নিয়ে তাকে সঙ্গ দিয়ে চলেছেন মোসাদ্দেক হোসেন।
ইনিংস উদ্বোধনে তামিম ইকবালের ব্যাটিংয়ের শুরুটা ছিল দুরন্ত। পেস বোলিং অলরাউন্ডার ইসুরু উদানাকে উড়িয়ে প্রথম চার বলেই তিন বাউন্ডারি হাঁকান দেশসেরা এ ওপেনার। কিন্তু বেশি দূর আগাতে পারলেন না। ছয় বল মোকাবেলা করেই ফিরতে হলো তাকে।
কেননা শুরুতেই বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে আঘাত হেনেছেন দুষ্মন্ত চামিরা। তামিম ইকবালের সঙ্গে চামিরা ফিরিয়ে দিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও। শুরুর ধাক্কায় সাকিব-তামিমকে হারিয়ে বিপদেই যায় টাইগাররা।
চামিরার বলে এলবিডব্লিউ’র ফাঁদে পা দিয়ে সাজঘরে ফেরার আগে তামিম সংগ্রহ করেন ১৩ রান। একইভাবে তোপ দাগিয়ে ওয়ানডাউনে নামা সাকিবকে শূন্য রানে ফেরান এ তারকা লঙ্কান পেসার।
এর আগে প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টস ভাগ্য সহায় হয় ক্যাপ্টেন তামিম ইকবালের। টস জিতেই ব্যাটিং বেছে নেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তাই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে শুরুতে ব্যাট হাতে নেমেছে টাইগাররা। আর সিরিজ বাঁচাতে বল হাতে মাঠে নেমেছে সফরকারী লঙ্কানরা।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দলে দুটি পবির্তন এনেছে বাংলাদেশ। এই সুযোগে এক দিনের ক্রিকেটে অভিষেক হচ্ছে শরিফুল ইসলামের। তারকা ফাস্ট বোলার তাসকিন আহমেদের বদলে দলে ডাক পেয়েছেন এ তরুণ পেসার। তবে শ্রীলঙ্কা মাঠে নেমেছে প্রথম ওয়ানডের অপরিবর্তিত দল নিয়ে।
সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (ক্যাপ্টেন), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (ক্যাপ্টেন), দানুশকা গুণাথিলাকা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষ্মণ সান্দাকান ও দুষ্মন্ত চামিরা।