টাইগারদের প্রথম শ্রীলঙ্কা সিরিজ জয়ের হাতছানি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাঠের লড়াইয়ে টাইগার ক্রিকেটাররা

মাঠের লড়াইয়ে টাইগার ক্রিকেটাররা

শ্রীলঙ্কার বিপক্ষে এখনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। সিরিজ জেতা তো পরের কথা। এখনো পর্যন্ত কোনো আসরে লঙ্কানদের বিপক্ষে এক ম্যাচের বেশি জিততেই পারেনি দেশের ছেলেরা। তবে চলমান সিরিজের প্রথম ম্যাচ জেতায় সেই অপূর্ণতা দূর করার সুবর্ণ সুযোগ এসে গেছে। তাই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে লঙ্কানদের বিপক্ষে এখন প্রথম সিরিজ জয়ের দারুণ এক হাতছানি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ মঙ্গলবার, ২৫ মে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুপুর ১ টায় শুরু হচ্ছে দুদলের মাঠের লড়াই। ম্যাচটি জিতলেই শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতবে বাংলাদেশ। বাংলার দামাল ছেলেরা ঘুচিয়ে ফেলবে সিরিজ জয়ের খরা।

বিজ্ঞাপন

এ নিয়ে সফরকারী লঙ্কানদের সঙ্গে নবম দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলছে এখন বাংলাদেশ। এর আগে মাত্র দুটি সিরিজ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের। তবে ধরা দেয়নি সিরিজ ট্রফি। তাও আবার ২০১৩ ও ২০১৭ সালে। বাকি সিরিজ গেছে লঙ্কানদের দখলে। এর আগে ২৮টি আসরে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেই দ্বিপাক্ষিক সিরিজ ও টুর্নামেন্টে একটির বেশি ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারেনি তামিম-সাকিবরা।

তবে দ্বিতীয় ম্যাচ জিতে বাংলাদেশের সিরিজ নিশ্চিতের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস তেমন খারাপ খবরই দিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজ। আর ভারী বৃষ্টিপাতে ম্যাচ বাতিল হওয়ার সম্ভাবনাই উঁকি দিয়ে যাচ্ছে বারংবার। তাই মাঠের প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে নিয়ে যতটা না ভাবনা বাংলাদেশের, তার চেয়ে বেশি চিন্তা এখন মাঠের বাইরের প্রতিপক্ষ বৃষ্টিকে নিয়ে।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচের শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গার ভয়ানক ব্যাটিং রূপ দেখে পথ হারায় হয়নি টাইগাররা। তাই তো তামিম ইকবাল-মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের দাপুটে ব্যাটিংয়ের পর মেহেদী হাসান মিরাজের স্পিন জাদুতে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে ৩৩ রানে। সুবাদে তিন ম্যাচের সিরিজে এখন স্বাগতিকরা ১-০ ব্যবধানে এগিয়ে। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে বাংলাদেশ। কিন্তু সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ জয়ের কোনো বিকল্প নেই অতিথি শ্রীলঙ্কার সামনে।