অক্সিজেন নিয়ে মানুষের পাশে বিসিসিআই
ভারতে করোনা সংক্রমণের সংখ্যা কমছে। কিন্তু মৃত্যুহার কিছুতেই যে নিচের দিকে নামছে না। করোনা মোকাবেলায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির স্বাস্থ্য খাত। দেশের এমন মহাবিপর্যয়ের সময়ে মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কোভিড-১৯ আক্রান্ত মানুষের চিকিৎসায় সহায়তা করতে অক্সিজেনের ব্যবস্থা করেছে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড।
ভারতের অক্সিজেন সমস্যাটা এখন প্রকট আকার ধারণ করেছে। যে কারণে বিভিন্ন হাসপাতালে ১০ লিটারের ২ হাজার অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে ক্রিকেট লিজেন্ড সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন বিসিসিআই। করোনা রোগীদের জন্য হাসপাতালে ওষুধও সরবরাহ করেছে ভারতীয় ক্রিকেটের এ সর্বোচ্চ সংস্থা।
হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর সরবরাহ করে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ভারতের দুই ক্রিকেটার ভাই ক্রুনাল পান্ডিয়া ও হার্দিক পান্ডিয়া। পান্ডিয়া পরিবার ২০০ অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে বিভিন্ন হাসপাতালে। কার্টুনবক্স বন্দী কনসেনট্রেটরের ছবি দিয়ে ক্রুনাল পান্ডিয়া এক টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছেন।
This new batch of Oxygen Concentrators are being dispatched to Covid centres with prayers in our hearts for everyones speedy recovery ?
सभी के जल्द स्वस्थ होने की प्रार्थनाऔ के साथ ऑक्सजीन कंसंट्रेटर का यह नया बैच कोविड सेंटर्स में भेजा जा रहा है.? pic.twitter.com/fKKZavNCgpবিজ্ঞাপন— Krunal Pandya (@krunalpandya24) May 24, 2021