১৪ হাজার রানের ক্লাবে তামিম
ক্যারিয়ারে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে পৌঁছে গেলেন দেশসেরা এ ওপেনার।
রেকর্ড থেকে মাত্র দুই রানে দূরে থেকে ব্যাট হাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামেন তামিম। ৭০ বল খরচায় ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৫২ রানের দুরন্ত এক ক্রিকেটীয় ইনিংস খেলে ফেরেন সাজঘরে। তিন সংস্করণ মিলিয়ে তামিম এখন ১৪ হাজার ৫০ রানের মালিক। একদিনের ক্রিকেটে এটি তার ৫১তম হাফ-সেঞ্চুরি।
করোনাকালে ক্রিকেটে ফিরেই দুদান্ত ফর্মে আছেন তামিম। একের পর এক ম্যাচে হেসে চলেছে তার ব্যাট। ক্যারিবিয়ানদের বিপক্ষে হোম ওয়ানডে সিরিজে দুটি অর্ধ-শতক পেয়েছেন। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তার ব্যাট থেকেও আসে রান। কিউইদের বিপক্ষেও পেয়েছেন ফিফটির দেখা। শ্রীলঙ্কা সফর থেকে ফিরেছেন চার হাফ-সেঞ্চুরি নিয়ে।
আর আজ প্রথম ওয়ানডেতে ধনাঞ্জয়া ডি সিলভার এলবিডব্লিউ’র ফাঁদে পা দিয়ে ফেরার আগে সর্বশেষ নয় ইনিংসে ষষ্ঠ ফিফটি ছোঁয়া ইনিংস খেললেন তামিম।