ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাকিব-আফিফ
মিরপুরের শের-ই-বাংলায় টস ভাগ্য সহায় হয়েছে ক্যাপ্টেন তামিম ইকবালের। টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তাই শুরুতে বল হাতে মাঠে নামছে শ্রীলঙ্কা। জয়ের ধারায় ফিরতে ব্যাট হাতে অতিথি লঙ্কান বোলারদের মোকাবেলা করবেন এখন টাইগাররা।
দশ ম্যাচ ধরে জয় বঞ্চিত বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি তিন সংস্করণেই ব্যর্থতার গল্প লিখে চলেছে টাইগার ক্রিকেটাররা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের পথে ফেরার সুবর্ণ সুযোগ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।
বাংলাদেশের ওয়ানডে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। সঙ্গে দলে জায়গা পেয়েছেন আফিফ হোসেন। তবে দলে নেই সৌম্য সরকার, মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও শরিফুল ইসলাম।
দলে পেসার তিনজন- মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। সঙ্গে স্পিন আক্রমণে রয়েছেন সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন।
করোনায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন শ্রীলঙ্কার বোলিং কোচ চামিন্দা ভাস ও পেসার ইসুরু উদানা। তবে পজিটিভ থেকে গেছেন ক্রিকেটার শিরান ফার্নান্ডো। কিন্তু তারপরও সকল শঙ্কা দূর করে যথারীতি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (ক্যাপ্টেন), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (ক্যাপ্টেন), দানুশকা গুণাথিলাকা, পাথুম নিসানকা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লক্ষ্মণ সান্দাকান ও দুষ্মন্ত চামিরা।