সাড়ে ৩২ কোটি টাকায় স্পন্সরশিপ বিক্রি করল বিসিবি
বিসিবি’র কাছ থেকে ৩২ কোটি ৫৫ লাখ টাকায় হোম সিরিজের টাইটেল স্পন্সরশিপ কিনে নিয়েছে ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম। নিলামে সর্বোচ্চ দর দিয়ে স্পন্সরশিপ সত্ত্ব ক্রয় করেছে তারা। তাদের কাছ থেকে স্পন্সরশিপ কিনে নিয়েছে আলেশা হোল্ডিংস ও ওয়ালটন।
ইম্প্রেস-মাত্রার কাছ থেকে বিসিবি’র স্পন্সরশিপ কিনতে আলিশা মার্ট ও ওয়ালটনকে ঠিক কত টাকা খরচ করতে হচ্ছে সেটা অবশ্য জানা যায়নি।
আজ শনিবার, ২২ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবি’র প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন জানান, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ২৮ মাসের টাইটেল স্পন্সরশিপের ফ্লোর প্রাইজ ছিল ২৬ কোটি টাকা।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে উপলক্ষ্যে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজের নাম হবে ‘বঙ্গবন্ধু ওডিআই সিরিজ ২০২১-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, প্রেজেন্টেট বাই-আলেশা মার্ট, পাওয়ার্ড বাই-ওয়ালটন।’
আইসিসি’র বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে এই লঙ্কান সিরিজ থেকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ঘরের মাঠে বাংলাদেশের সব ক্রিকেট সিরিজে ২৮ মাস টাইটেল স্পন্সর থাকবে আলেশা মার্ট। নিউজিল্যান্ড সফরেও বাংলাদেশের ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ছিল আলেশা মার্ট। পাশাপাশি পাওয়ার্ড বাই হিসেবে পৃষ্ঠপোষকতা করবে ওয়ালটন।
এই সময়ে টাইগার ক্রিকেটাররা দেশের মাটিতে ৯টি সিরিজ খেলবে। সব মিলিয়ে ৭টি টেস্ট, ১৮টি ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা লাল-সবুজের প্রতিনিধিদের।