দুরন্ত ব্যাটিংয়ে প্রস্তুতি শেষ শ্রীলঙ্কার

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কান ক্রিকেটাররা

প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কান ক্রিকেটাররা

টাইগার ক্রিকেটারদের মতো ব্যাটিং অনুশীলনটা ভালোই সেরে নিল সফরকারী শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। বিস্ফোরক ব্যাটিংয়ে মাঠের লড়াইয়ে ব্যাট হাতে দাপট দেখালেন নিরোশান ডিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুশল মেন্ডিস ও আশেন বান্দারা।

নিজেদের মধ্যে খেলা অনুশীলন ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ‘বি’ দলের হয়ে ডিকভেলা ৮৮ (স্বেচ্ছায় মাঠ ছাড়েন), আর কুশল মেন্ডিস ৬৯ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেন। দ্বিতীয় উইকেটে দুজনে মিলে গড়েন ১৫৭ রানের পার্টনারশিপ। সুবাদে সাভারের বিকেএসপি’তে শুক্রবার, ২১ মে ৪০ ওভারের ম্যাচে কুশল মেন্ডিসের নেতৃত্বে ‘বি’ দল গড়ে ৫ উইকেটে ২৮৪ রানের লুড়াকু পুঁজি। আর ম্যাচ জিতে নেয় তারা দুই রানে।

বিজ্ঞাপন

‘এ’ দলের হয়ে অলরাউন্ডার হাসারাঙ্গা ৭৯ ও বান্দারা খেলেন ৮০ রানের হার না মানা চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস। বান্দারা ও ইসুরু উদানা (৪৭ রান) পঞ্চম উইকেটে ১০৭ রানের জুটি গড়েন। তবে কুশল পেরেরার নেতৃত্বে ‘এ’ দলের ইনিংস ৩৭.২ ওভারে থেমে যায় ২৮২ রানে। জয়ের কাছাকাছি পৌঁছেও তারা হার মানে মাত্র দুই রানে।