আইপিএলের জন্য টেস্ট সূচি পাল্টাবে না ইংল্যান্ড
ইংল্যান্ডকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এক সপ্তাহ এগিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যাতে করোনা মহামারীর কারণে স্থগিত হয়ে যাওয়া আইপিএল ২০২১ শেষ করা যায়।
চলতি সপ্তাহেই বিসিসিআই অনুরোধটি জানিয়েছে ইংল্যান্ডের কাছে। কিন্তু ইংল্যান্ড ও ওয়েলসে ক্রিকেট বোর্ড (ইসিবি) এখনো ইতিবাচক সাড়া দেয়নি। ইসিবি অবশ্য জানিয়ে রেখেছে, এখনো তাদের কাছে আনুষ্ঠানিক কোনো অনুরোধই করেনি বিসিসিআই। কিন্তু ভারতের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, তাদের ক্রিকেট বোর্ড ইতোমধ্যে লিখিত অনুরোধ করেছে ইসিবি’র কাছে।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৪ আগস্ট। সিরিজ শেষ হবে ১৪ সেপ্টেম্বর। টেস্ট সিরিজটি এক সপ্তাহ আগে শেষ হলে সেপ্টেম্বরে তিন সপ্তাহের একটি উইন্ডো পেয়ে যাবে ভারত।
এই উইন্ডোটা কাজে লাগাতে চায় ভারত। এই সময়ে আইপিএলের বাকি থাকা ৩১ ম্যাচ শেষ করতে চায় তারা। ক্রিকেটার ও কোচিং স্টাফরা করোভাইরাসে আক্রান্ত হওয়ায় এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে আছে ভারতের ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
এটা করা গেলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক দলগুলো নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে। কেননা টি-টোয়েন্টি সংস্করণে ক্রিকেটের এই বিশ্ব আসর মাঠে গড়াবে অক্টোবর-নভেম্বরে।
কিন্তু টেস্ট সিরিজ এগিয়ে নিতে কোনোভাবেই রাজি নয় ইসিবি। কেননা তার আগে শুরু হচ্ছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট। সূচিও ঠিক হয়ে গেছে। নতুন সূচি করলে তা হবে টেস্ট সিরিজ ও একশ বলের টুর্নামেন্টের মধ্যে সাংঘর্ষিক। ফলে একই মাঠে একই সময়ে দুই ধরনের খেলা আয়োজন করা সম্ভব নয়।
নতুন সূচি করতে গেলে হোটেল বুকিং, জৈব সুরক্ষা বলয়, সম্প্রচার সূচি ও টিকিট বিক্রি কার্যক্রম ভেস্তে যাবে। তার চেয়ে বড় কথা, দ্য হান্ড্রেড টুর্নামেন্টের শুরুর তিন গ্রুপ ম্যাচে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটারদেরও খেলার কথা রয়েছে।