তামিম-মুশফিকের ব্যাটে হাসি, বিবর্ণ বোলাররা
শুরুতে দুরন্ত ব্যাটিংয়ে প্রস্তুতি সারেন সৌম্য সরকার, আফিফ হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ। প্রস্তুতি ম্যাচে তিনজনই পান ফিফটির দেখা।
পরে ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন তামিম ইকবাল আর মুশফিকুর রহিম। সাত বাউন্ডারি ও চার ছক্কায় ৮০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে মাঠ ছাড়েন তামিম ইকবাল।
আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম ছয় বাউন্ডারি ও দুই ছক্কায় হাঁকান ৬৪ রানের অসাধারণ একটি ইনিংস।
ক্যাপ্টেন তামিম এবং মুশফিকের ঝড়ো ব্যাটিংয়ে ২৮৫ রানের জয়ের লক্ষ্য টপকে বিসিবি লাল দল ৪১ ওভারে ৫ উইকেট হারিয়েই তুলে নেয় ২৮৮ রান।
ব্যাটসম্যানদের অনুশীলনটা ভালো হলেও বোলারদের অনুশীলনটা মোটেই সন্তোষজনক হলো না।
তার আগে বৃহস্পতিবার, ২০ মে সাভারের বিকেএসপি’তে তামিম ইকবালের লাল দলের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের সবুজ দল ৪৫ ওভারের ম্যাচে তিন উইকেটে গড়ে ২৮০ রানের লুড়াকু পুঁজি।
ইনিংস উদ্বোধন করে ৭০ বল খেলে ৬০ রান তুলেন সৌম্য। মাহমুদউল্লাহ ৬২ রান করেন ৫৪ বল খেলে। আফিফ ৫৪ বলে দলীয় স্কোরে যোগ করেন ৬৪ রান। তিনজনই স্বেচ্ছায় মাঠ ছাড়েন।
তবে ব্যাট হাতে মোটেই আলো ছড়াতে পারেননি আইপিএল খেলে এসে কোয়ারেন্টিনে বন্দি থাকা সাকিব আল হাসান। ২০ বলের খরচায় ২৮ রান সংগ্রহ করে সাজঘরে ফেরেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
কোয়ারেন্টিন থেকে মুক্তি পেয়ে বোলিং পারফরম্যান্সটা ভালো হয়নি মুস্তাফিজুর রহমানেরও। সাত ওভার বল করে ৪৮ রান দিয়ে কোনো উইকেট পাননি এই তারকা পেসার।