শ্রীলঙ্কা সফরে ভারতের কোচ দ্রাবিড়!
ভারতের সীমিত ওভার দলের প্রধান কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। আগামী জুলাইতে শ্রীলঙ্কা সফরের জন্য নতুন এ দায়িত্ব পেতে যাচ্ছেন ভারতের সাবেক এ তারকা ক্রিকেটার। এমন খবরই দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
প্রধান কোচ রবি শাস্ত্রীর অনুপস্থিতিতে শ্রীলঙ্কা সফরে কোচের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে যাচ্ছেন ‘দ্য ওয়াল’ খ্যাত এ ক্রিকেট লিজেন্ড। শ্রীলঙ্কা সফরের সময় প্রধান কোচ রবি শাস্ত্রী, বোলিং কোচ ভারত অরুণ ও ব্যাটিং কোচ বিক্রম রাঠুর টেস্ট স্কোয়াডের সঙ্গে থাকবেন যুক্তরাজ্য সফরে।
জুনের শুরু থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত দীর্ঘ দিনের যুক্তরাজ্য সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলির দল।
১৩-২৭ জুলাই পর্যন্ত তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের। তবে লঙ্কা সফরে দ্বিতীয় সারির দল নিয়ে যাবে ভারত। কেননা ভারতের শীর্ষ সারির ২০ ক্রিকেটার ও ৪ স্ট্যান্ড-বাই ক্রিকেটার এ সময় থাকবেন যুক্তরাজ্য সফরে।
ভারত এ ও ভারতের অনূর্ধ্ব-১৯ দলে গত কয়েক বছরে বিভিন্ন সময়ে কোচিং করিয়েছেন রাহুল দ্রাবিড়। সন্দেহ নেই শ্রীলঙ্কা সফরের দলে ডাক পেতে যাওয়া অনেক ক্রিকেটারের সঙ্গে ইতোমধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে এ ভারতীয় কোচের।