২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন হবে জানুয়ারিতে
২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেন পিছিয়ে গিয়েছিল তিন সপ্তাহ। করোনাকালে বছরের প্রথম এই গ্র্যান্ড স্লাম আসর বসেছিল ফেব্রুয়ারি মাসে। কেননা সকল খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় পা রেখে যেতে হয় দুই সপ্তাহের কোয়ারেন্টিনে।
শোনা যাচ্ছিল, আগামী বছর টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ার বদলে হতে পারে অন্য কোনো দেশে। করোনা প্রটোকলের ঝামেলা এড়াতে টুর্নামেন্ট নিয়ে যাওয়া হতে পারে দুবাই বা দোহাতে। তার চেয়ে বড় কথা, ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ থাকতে পারে।
তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা। তারা আত্মবিশ্বাসী, অস্ট্রেলিয়ান ওপেন ২০২২ সালে হবে অস্ট্রেলিয়ার মাটিতেই। এবং চিরাচরিত টাইমস্লট জানুয়ারিতে।
টুর্নামেন্টের ডিরেক্টর ক্রেইগ টিলে জানান, ‘টুর্নামেন্টটি আমরা মেলবোর্নেই আয়োজন করতে যাচ্ছি। আয়োজন করতে যাচ্ছি জানুয়ারিতেই।’