অবশেষে অস্ট্রেলিয়ায় ফিরলেন স্মিথ-ওয়ার্নাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

স্টিভেন স্মিথ

স্টিভেন স্মিথ

আইপিএল স্থগিত হওয়ার পর অস্ট্রেলিয়ান ক্রিকেটার পাড়ি জমিয়েছিলেন মালদ্বীপে। কিন্তু অস্ট্রেলিয়ান সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ফিরতে পারছিলেন তারা না প্রিয় মাতৃভূমিতে।

অবশেষে মালদ্বীপে কোয়ারেন্টিন পর্ব সেরে দেশে ফিরে গেছেন স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নাররা। ১৭ মে, সোমবার সকালে সিডনিতে পা রেখেছেন তারা।

বিজ্ঞাপন

তবে এখনই ঘরে ফিরতে পারছেন না ডেভিড ওয়ার্নাররা। অস্ট্রেলিয়ায় এখন হোটেলে থাকতে হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। সঙ্গে উত্তীর্ণ হতে হবে করোনা পরীক্ষায়। তারপরই স্বজনদের কাছে ফিরতে পারবেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চার্টার্ড বিমানে অস্ট্রেলিয়া ফিরে গেছেন আইপিএল সংশ্লিষ্ট ৩৮ জন অস্ট্রেলিয়ান নাগরিক। অস্ট্রেলিয়ায় পৌঁছেছেন ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়াল, সাপোর্টিং স্টাফ ও ধারাভাষ্যকার সবাই।

বিজ্ঞাপন

তাদের সঙ্গে অবশ্য অস্ট্রেলিয়া ফিরতে পারেননি মাইক হাসি। করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর ভারত থেকে দোহা হয়ে একা দেশে ফিরেছেন তিনি।