টেস্টের বদলে পাকিস্তান খেলবে টি-টোয়েন্টি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের ক্রিকেটাররা

পাকিস্তানের ক্রিকেটাররা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের খেলার কথা ছিল তিন করে টেস্ট ও টি-টোয়েন্টি। কিন্তু এখন তারা খেলবে দুই টেস্ট ও পাঁচ টি-টোয়েন্টি। দুই দেশের ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে 

আগামী জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাবর আজমরা। আসন্ন এ সফরে একটি টেস্ট কম খেলবে পাকিস্তান। তার বদলে দুটি টি-টোয়েন্টি বেশি খেলবে তারা।

বিজ্ঞাপন

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনার কারণে ভারতের মাটিতে না হলে বৈশ্বিক এ ক্রিকেট আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে। নতুন এ মিশনটা সামনে রেখে একটি টেস্টের বদলে দুটি টি-টোয়েন্টি বেশি খেলবে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ।

সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি হবে বার্বাডোজে। সিরিজের শেষ তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে গায়ানায়। পরে দুই টেস্টের সিরিজের ভেন্যু জ্যামাইকা।

বিজ্ঞাপন