সাকিব-তামিমদের ভালোবাসামাখা ঈদ শুভেচ্ছা
ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। মাসব্যাপী সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ উঠতেই পুলকিত হয়ে উঠে সবার মন। ঘরে ঘরে যেন ছড়িয়ে পড়ে প্রফুল্ল আর উল্লাসের জোয়ার।
কিন্তু এবারের ঈদ সম্পূর্ণ ভিন্ন। করোনাকাল- তাই ঈদের উত্তেজনার সঙ্গে থাকতে হচ্ছে বাড়তি সতর্ক। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ার যে কোনো সুযোগ নেই। তাই তো ভক্ত-সমর্থকদের ভালোবাসার পরশে ঈদ শুভেচ্ছা জানিয়ে নিজেদের ও পরিবার-পরিজনকে সুরক্ষিত রাখার অনুরোধ জানালেন টাইগার ক্রিকেটাররা।
সুরক্ষিত থাকতে ঘরেই ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে কোয়ারেন্টিনে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ফেসবুক ওয়ালে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘এই ঈদে, আসুন আমরা আমাদের প্রিয়জনদের সুরক্ষার জন্য ঘরে থেকে উদযাপন করি। সবার জীবনে বয়ে আনুক আশীর্বাদ ও আনন্দ। সবাইকে ঈদ মোবারক!’
সবার সুস্থতা কামনা করে স্ত্রী, তনয় ও কন্যার ছবি দিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ওয়ানডে ক্যাপ্টেন তামিম ইকবাল লিখেছেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম' (আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে কবুল করুন)। সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা: ঈদ মোবারক। যে যেখানেই আছেন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে নিরাপদে ঈদ করুন।’
মুশফিকুর রহিম ঈদ শুভেচ্ছা বার্তা দিয়ে ফেসবুকে লিখেন, ‘বর্ণিত আছে যে সাহাবাহ (আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট থাকুন) ঈদ উপলক্ষে একে অপরকে অভিনন্দন জানাতেন এই বলে যে, ‘তাকব্বাল আল্লাহু মিনা ওয়া মিনকুম’ (আল্লাহ আমাদের এবং আপনার কাছ থেকে ইবাদত কবুল করুন)।
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেন, ‘এই ঈদ সমগ্র মানবতার জন্য আশীর্বাদ বয়ে আনুক। যাতে আমরা শান্তি ও সম্প্রীতির পথে চলতে পারি। ঈদ মোবারক!’
মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘ঈদ মোবারক। ঈদের আনন্দে পরিপূর্ণ হোক আপনার ঘর। ফিরে আসুক আবার চিরায়িত উৎসবের ঈদ আমাদের জীবনে। সর্বস্তরের পরিবার পরিজনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।’
আইপিএল খেলে ভারত থেকে ফিরে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে সস্ত্রীক কোয়ারেন্টিনে থাকা তারকা পেসার মুস্তাফিজুর রহমান লিখেছেন, 'ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। সুরক্ষিত থাকুন, মাস্ক পরুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন।’